আ.লীগের চেয়ে ভালো বাংলাদেশ গড়তে না পারলে জুলাই গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে: আসিফ নজরুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ PM

উপদেষ্টা আসিফ নজরুল শুধু গুণী অধ্যাপক ও কলামিস্ট নন, তিনি গুরুত্বপূর্ণ লেখকও বটে। তার লেখা একটি জনপ্রিয় উপন্যাস ‘আমি আবু বকর’। রাজধানীতে বইটি নিয়ে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠান। তাতে বইটি লেখার প্রেক্ষাপট শোনান আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আলোচনার এক ফাঁকে তিনি বলেন, ‘আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক ভালো বাংলাদেশ গড়তে না পারি, তাহলে জুলাই গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে।’
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে নিজের লেখা উপন্যাস ‘আমি আবু বকর’ নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে ‘বঙ্গীয় সাহিত্য সভা’ নামের প্লাটফর্ম।
অনুষ্ঠানে বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মাহবুব মুর্শেদ, আন্দালিব রাশদী, পাপড়ি রহমান, মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।
উপন্যাসটি রচনার প্রেক্ষাপট ও প্রতিবন্ধকতা তুলে ধরতে গিয়ে ড. আসিফ নজরুল বলেন, ‘গত ১৫ বছরে আমরা যে নারকীয় শাসন সহ্য করেছি, এটার পিছনে আমাদের “কালেক্টিভ” কাপুরুষতা ছিল। জানি না, আমরা কী পাপ করেছিলাম, যে দেশে শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম। তিনি আমাদের সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিলেন।’
আসিফ নজরুল বলেন, ‘আমরা গত সরকারের যে নিষ্ঠুরতা, নারকীয়তা, অনাচার, ট্যাগের রাজনীতি, অশ্লীলতা ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেগুলো থেকে আমাদের অনেক ভালো হতে হবে। না হলে এত ছাত্র-তরুণ মারা গেল, এতো মানুষের অঙ্গহানি হলো, তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে।’