টাকার বিনিময়ে বিএনপির বিজয় উৎসবের কুপন, সমালোচনার পর স্থগিত

বিএনপির ৩০ টাকা মূল্যের কুপন
বিএনপির ৩০ টাকা মূল্যের কুপন  © সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষ্যে 'বাংলাদেশ উৎসব' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে খুলনার ফুলতলা উপজেলা বিএনপি। এই উৎসবের খরচ জোগাতে ৩০ টাকা মূল্যের কুপন বিক্রি করছে দলটি। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে তীব্র সমালোচনার মুখে পড়েন নেতাকর্মীরা।

এদিকে, সমালোচনার মুখে বিজয় উৎসবের কুপন বিতরণ স্থগিত করেছে ফুলতলা উপজেলা বিএনপি। পাশাপাশি, বিতরণকৃত কুপনগুলি ফেরত নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটির নেতারা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফুলতলা উপজেলা বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শোনান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘কুপন শুধুমাত্র দলীয় কর্মীদের মাঝে বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়। এই বিষয়টিকে ভিন্নরকম আকার দিয়ে অনুষ্ঠানটি যাতে সফল না হয় সেজন্য দলের ভেতর ও রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্রে লিপ্ত। বিষয়টি আমাদের সামনে আসাতে কুপনটি বিতরণ স্থগিত করা হয়েছে এবং তা ফেরত আনা হয়েছে। ফুলতলা বিএনপি আয়োজিত বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষ্যে সবার আগে বাংলাদেশ শিরোনামে অনুষ্ঠান যথাসময়ে অনুষ্ঠিত হবে।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হাসান টিটো, যুগ্ম আহ্বায়ক মোল্লা মনিরুল ইসলাম, পারভেজ ভুঁইয়া, বিএনপি নেতা জামাল হোসেন ভুঁইয়া, মিতা পারভিন, ইব্রাহিম সর্দার, টিটো জমাদ্দার, মোতাহার হোসেন কিরণ, আব্দুর রউফ গাজীসহ অন্যান্য নেতারা।

প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলায় 'বাংলাদেশ উৎসবের' আয়োজন করেছে বিএনপি। উৎসবের খরচ জোগাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ৩০ টাকা মূল্যের কুপন তৈরি করা হয়েছে। এসব কুপন গ্রামগুলিতে বিতরণ করা হচ্ছে  এবং কুপন ক্রেতাদের জন্য ফ্রিজ, এলইডি টিভি সহ ৪৫টি পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এভাবে কুপন ছাপিয়ে অর্থ সংগ্রহের উদ্যোগ খুলনা বিএনপিতে এবারই প্রথম বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে বিএনপির দাবি, দলের লোকেরা নিজেদের মধ্যে আনন্দ করার জন্য র‍্যাফেল ড্রয়ের আয়োজন করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence