শিক্ষার্থী আহনাফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

ফেনী শহরের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আল মাঈন নাশিতকে (১০) অপহরণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা পৌর শাখা। 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ হয়ে দোয়েল চত্বরে সমাবেশ করে।

এসময় বক্তারা বলেন, ফেনীর দেওয়ানগঞ্জ রেললাইনের পাশে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির স্কুল শিক্ষার্থী আহনাফের মরদেহ উদ্ধারের নির্মম ও বেদনাদায়ক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ড আমাদের সমাজের মানবিক অবক্ষয়ের চরম উদাহরণ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী শহর শাখার পক্ষ থেকে এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।   

তারা আরও বলেন, আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে আহ্বান জানাই, তদন্ত প্রক্রিয়া যেন স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দ্রুত সম্পন্ন হয় এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ফেনী শহর সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা সহ-সভাপতি আলী আহমদ ফোরকান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ছাত্র আন্দোলন ফেনী জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাদের চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মীর হোসাইন হৃদয়, কওমি মাদ্রাসা সম্পাদক ওমর বিন জামাল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জুনায়েদ আহমদ, কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম সহ পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

ট্যাগ: ফেনী
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬