‘পিন্ডির কাছ থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে বিকিয়ে দেব না’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী  © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, তা দিল্লির কাছে বিকিয়ে দেব না। দিল্লির যারা শাসক তাদের বলছি, লেডি ফেরাউনকে তারা সমর্থন দিয়েছেন। জয় বাংলা স্লোগান বিচারাধীন তবে ব‍্যক্তিগত অভিমত হলো বাংলা নামে পশ্চিমবঙ্গের একটি জেলা আছে, জয় বাংলা বললে তাদের স্লোগান বোঝায়; তাই আমরা পুরো বাংলাদেশ বলতে চাই।’

আজ বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লংমার্চের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজ যারা দিল্লির সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী তারা জেনে রেখো, তোমরা একজন রক্তপিপাসু লেডি ফেরাউনকে (শেখ হাসিনা) টিকানোর জন্য গত ১৬ বছর সমর্থন দিয়েছিলে।’

আরও পড়ুন: ভারত ইস্যুতে যা বললেন রুহুল কবির রিজভী

রিজভী বলেন, ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকেরা নিজের কথায় চলুক, এটা ভারত চায় না। তারা চায় দিল্লির কথায় চলতে হবে। বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি, বীরত্ব দিল্লির শাসকরা বুঝতে পারেনি।

মমতা ব্যানার্জি খুব মন খারাপ করেছেন বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আসেন চট্টগ্রাম দখল করতে। আমরা বসে বসে ললিপপ খাব? খাব না। আমাদের শক্তি ও তেজ দিয়ে দেশকে রক্ষা করব।’

লংমার্চ পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন-যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী প্রমুখ।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উদ্দেশ্য ভয়ংকর: রিজভী

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন।


সর্বশেষ সংবাদ