সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে মারধর করে পুলিশে দিলো ভারতীয়রা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ PM
ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে মুহাম্মদ ইয়াছিন (১৯) নামে এক যুবককে মারধর করে ভারতীয় পুলিশে হস্তান্তর করেছে ওপারের জনগণ। বুধবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ইয়াছিন উপজেলার বাউরপাথর গ্রামের মুহাম্মদ মিজানের ছেলে। তার বাবা জানান, প্রতিদিনের মতো ভোরে ইয়াছিন সীমান্তের কাঁটাতারের কাছাকাছি জমিতে কাজ করতে যান। এ সময় ভারতীয় নাগরিকরা তাকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন এবং পরে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেন।
আরও পড়ুন: বাংলাদেশিরা না যাওয়ায় হাহাকার করছেন কলকাতার ব্যবসায়ীরা
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ইয়াছিন প্রথমে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরার শান্তিরহাট হাসপাতালে পাঠানো হয়। অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করেছে এবং তাদের দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ইয়াছিন বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সীমান্তে এ ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। বিষয়টি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।