মাহফিল অতিথি হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ PM
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারে ওয়াজ মাহফিলের অতিথি নির্বাচন নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনায় কয়েকজন আহত হন।
তবে সংঘর্ষের পেছনে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণ উল্লেখ করে উভয় পক্ষ মাহফিলের অতিথি নির্বাচনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেছে।
স্থানীয় সূত্র জানায়, আন্ধারীঝাড় বাজারের দারুল আরকান ক্যাডেট মাদ্রাসায় বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক কমিটি স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাকিমকে প্রধান অতিথি এবং সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আজিজুর রহমানকে সভাপতি নির্বাচিত করে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এবং যুবদলের সভাপতি শাহাদাত হোসেন ক্ষোভ প্রকাশ করেন।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদা সংগ্রহের সময় আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে ইউনিয়ন বিএনপি ও যুবদলের সভাপতির অনুসারীদের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে আহত হন ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আজাহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদল ইসলামসহ কয়েকজন। গুরুতর আহত আজাহারুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আজাহারুল ইসলাম বলেন, মাহফিলের অতিথি নির্বাচন নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতির অসন্তোষ থেকেই আমাদের ওপর হামলা হয়।” তবে যুবদল সভাপতি শাহাদাত হোসেন বলেন, মাহফিল নিয়ে নয়, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদল ইসলামের কুরুচিপূর্ণ মন্তব্যের জের ধরে সংঘর্ষ হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি কাজী গোলাম মোস্তফা বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উক্ত ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।