এবার গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

গণতান্ত্রিক পার্টি (বিজিপি) এর সংবাদ সম্মেলন
গণতান্ত্রিক পার্টি (বিজিপি) এর সংবাদ সম্মেলন  © সংগৃহীত

গোপালগঞ্জে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামের নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চাপাইল এলাকার মধুমতি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক মো. সাইফুর রশিদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে দলের উদ্বোধন করেন। 

এসময় সাইফুর রশিদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজিপিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করেন এবং দেশের রাজনৈতিক মঞ্চে তাদের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, বিএনপি মানে খালেদা জিয়া—এই ধারণা থেকে বের হয়ে জনগণের ভোটে নেতা নির্বাচনের ওপর গুরুত্ব দেবেন তারা।

এছাড়াও, দলের ৩২টি প্রস্তাব বাস্তবায়ন করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। দলের তিন যুগ্ম-আহ্বায়ক—জুলিয়াছ খান ঠাকুর, শেখ ফরিদ আহমেদ এবং মো. ইয়ার আলী—এসময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!