নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ সলিউশন পার্টি’র আত্মপ্রকাশ

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © সংগৃহীত

স্বনির্ভর, সচ্ছল, কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সলিউশন পার্টি (বিএসপি)। আজ রবিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক আয়োজনের মধ্য দিয়ে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে দলটির সভাপতি সামছুল হক বলেন, আমাদের দলের নাম বাংলাদেশ সলিউশন পার্টি (বিএসপি), বাংলাদেশ সমাধান দল। আজ ২২ অক্টোবর এ পার্টির আত্মপ্রকাশ হচ্ছে। আজকের শ্বাসরুদ্ধকর বৈরি অবস্থার অবসান ঘটিয়ে দেশটার মোড়ক সম্পূর্ণ পাল্টে দিতে হলে প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ। এটি একটি নতুন চিন্তা, নতুন পথ ও নতুন উদ্যোগ। বিদ্যমান দূষিত রাজনীতির সংস্কার করে রাজনীতিকে শুধু জনকল্যাণে ব্যবহারের লক্ষ্য নিয়েই মাঠে থাকবে দলটি।

তিনি বলেন, এ দলে যুক্ত হবেন তারাই– যারা ব্যক্তি ও দল থেকে দেশকে ভালোবাসে সর্বাগ্রে; যারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন; যারা ধর্ম, বর্ণ আর দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনতার সেবায় নিজেকে উৎসর্গ করে দেবেন। এই দল দেশের সার্বিক ব্যবস্থাপনার মেরামত করে নতুন এক স্বপ্নের বাংলাদেশ তৈরি করবে।

দলের নিবন্ধন হয়েছে কিনা বা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলের মহাসচিব মো. মাসউদুর রহমান বলেন, আমাদের দলের নিবন্ধন এখনও নেইনি। আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা সেটা পরবর্তীতে জানানো হবে।

এ সময় আরও ছিলেন– দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুল আলম, লেখক ও কলামিস্ট মো. বাদশাহ আব্দুল্লাহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ