পাবনায় কমিটিতে দুর্নীতির অভিযোগ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

১৭ নভেম্বর ২০২৪, ০৯:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিব

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিব © টিডিসি ফটো

পাবনার ভাঙ্গুড়ায় নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদ ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

আজ রবিবার (১৭ নভেম্বর) বিকেলে পৌর শহরের শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করে পদবঞ্চিত উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবুর সমর্থকরা। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

জানা যায়, এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা আজ একটি মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঝাড়ু নিয়ে মিছিলে অংশ নেন মহিলাদলের নেতাকর্মীরাও। মিছিল শেষে হাবিবুর রহমান হাবিব ও অ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম খান, পৌর বিএনপি নেতা আবুল কাশেম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন।

এসময় পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলি খাতুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মারুফ খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার অনিয়ম দুর্নীতির মাধ্যমে এই কমিটি দিয়েছেন। নবগঠিত উপজেলা কমিটিকে অবৈধ পকেট কমিটি আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। অবিলম্বে তাদের এ দাবি মানা না হলে হরতালসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। 

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার…
  • ১০ জানুয়ারি ২০২৬
শহীদ ওসমান হাদি স্মরণে কবিতা, গান ও আলোচনা সভা
  • ১০ জানুয়ারি ২০২৬
রকমারি ডটকমে চাকরি, কর্মস্থল ঢাকার মতিঝিল
  • ১০ জানুয়ারি ২০২৬
সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
  • ১০ জানুয়ারি ২০২৬
তাহসান-রোজার সংসার ভাঙার গুঞ্জন, জানা গেল কারণ
  • ১০ জানুয়ারি ২০২৬
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের নির্দেশনা জারি
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9