মেট্রোরেলের এমআরটি পাসের রেজিস্ট্রেশন ও নবায়ন বন্ধ

ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস কার্ড
ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস কার্ড  © ফাইল ছবি

দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল ভ্রমণের নিজস্ব কার্ড ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে নষ্ট থাকা কার্ডগুলো নবায়নও বন্ধ থাকবে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Capture

আরও পড়ুন: অ্যাপ দিয়ে ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

স্ট্যাটাসে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!