সাত কলেজ শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী  © সংগৃহীত

রাজধানীর যানজট নিরসনে ভূমিকা রাখতে সাত কলেজ শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচির বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ও ঐতিহাসিক ভবন সংরক্ষণ প্রকল্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি যানজটসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের সমাবেশ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস–ঐতিহ্য নিয়ে বলেন, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এ প্রকল্প। এ এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও। সেটা নিয়ে কাজ করা হচ্ছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তারা। আজ মঙ্গলবার ১১টা থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা।


সর্বশেষ সংবাদ