আগামীকাল দেশে ফিরছেন ইকবাল হাসান মাহমুদ টুকু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করা বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আগামীকাল (রোববার) দেশে ফিরবেন।
রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, চিকিৎসা শেষে ঢাকা ফিরছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখান থেকে সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।