ফেনসিডিল ও গাঁজাসহ ছাত্রদল নেতা আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মছির উদ্দিন দুলালকে ফেনসিডিল ও গাঁজাসহ আটক করেছে র্যাব। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেলহাজতে পাঠায় কাউনিয়া থানা পুলিশ।
এর আগে শুক্রবার তাকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।
মছির হোসেন দুলাল হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
কাউনিয়া থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মছির উদ্দিন দুলালকে আটক করেন তারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে তারা। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা করে র্যাব।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন বলেন, বিষয়টি লোকমুখে জানতে পেরেছি। ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শরিফ জানান, মাদকসহ আটক মছির উদ্দিন দুলালকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যাব।