বজ্রপাতে এক দিনেই ৯ জনের মৃত্যু

বজ্রপাতে এক দিনেই ৯ জনের মৃত্যু
বজ্রপাতে এক দিনেই ৯ জনের মৃত্যু  © প্রতীকী ছবি

বজ্রপাতে দেশের ৩ জেলায় এক দিনেই মারা গেছেন ৯ জন। সিলেট, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জের পৃথকস্থানে বজ্রপাতে ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেটে ৬জন, সুনামগঞ্জে একজন এবং সিরাজগঞ্জে দুজন মারা গেছেন। আহত হয়েছেন সুনামগঞ্জের আরও দুজন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— জৈন্তাপুর উপজেলায় আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ, ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান, কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া, কানাইঘাট পৌরসভার বাসিন্দা নুর উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামের নেজামুল হক, গোয়াইনঘাট উপজেলার ভিতরখেল হাওরের বাসিন্দা রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামের সুলকু মিয়ার ছেলে দীন ইসলাম।

অন্যদিকে,  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামের মো. আশরাফ আলী (৪০) ও রুহুল আমিন (২৮)।


সর্বশেষ সংবাদ