কেমন থাকবে আজকের আবহাওয়া

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস © সংগৃহীত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।

রবিবার (১ সেপ্টেম্বর) দেশের কোথাও কোথাও মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবারের আবহাওয়া কেমন থাকবে

পরদিন সোমবারও দেশের দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে  বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।

আবহাওয়া অফিস জানায়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় মাঝারি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক…
  • ০৪ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির আবেদনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল এনটিআরসিএ
  • ০৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২
  • ০৪ জানুয়ারি ২০২৬
পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভার তারিখ জানা যাবে কাল অথবা প…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভারতে যাবে না বাংলাদেশ, যা বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড
  • ০৪ জানুয়ারি ২০২৬