অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে পিজিসিবিএলর কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

বিক্ষোভ সমাবেশ
বিক্ষোভ সমাবেশ  © টিডিসি ফটো

পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসির দুর্নীত-অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১২ আগস্ট) বিকেলে পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে ১০০ এর অধিক কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসির সাবেক জেনারেল ম্যানেজার মোহাম্মদ সেলিম বলেন, পাওয়ার গ্রীডের সকল সঞ্চালন লাইনে কনভেনশনাল কন্ডাক্টর ব্যবহারের পরিবর্তে প্রায় দ্বিগুণ মূল্যের অ্যালুমিনিয়াম কন্ডাকটর কম্পোজিট কোর ব্যবহার করার মাধ্যমে গত ৮ বছরে দেশের প্রায় ১০ হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে।

এমনকি কোনো রকম কারিগরি গবেষণা ব্যতিরেকে বোর্ড সভায় বিবিধ আলোচনায় উত্থাপন করে এ প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। 

আর এই অর্থ হাসিনা সরকারের মদদপুষ্ট চিহ্নিত দালালরা পাচার করে নিয়ে গেছে। আমরা এই দালালদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।

বোর্ডের সাবেক চেয়ারম্যান  আবুল কালাম আজাদ এবং  তৎকালীন নির্বাহী পরিচালক (এইচআরএম) মোহাম্মদ শফিকুল্লাহর  সময়কালে সার্ভিস রুলকে চরমভাবে অমান্য করে ছাত্রলীগের কর্মীদের ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট তৈরি করে তাদের চাটুকার কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া এবং দলীয় কর্মী বিবেচনায় পদোন্নতি প্রদান করা হয়েছে। এসকল বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ দাবি জানাচ্ছি। 

দেশ বিরোধী সকল সিদ্ধান্তের প্রতিবাদ করায় ইতঃপূর্বে অনৈতিক এবং আইন বহির্ভূতভাবে অনেক কর্মকর্তা-কর্মচারীকে কোম্পানির চাকুরি হতে ছাঁটাই করা হয়। আমরা তাদের পুর্নবহাল দাবি করছি। 

কোম্পানির পরিচালক পর্ষদে মন্ত্রণালয় প্রতিনিধি (সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব) অংশগ্রহণ রহিত করতে হবে। কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি পরিচালনা করতে হবে। কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রণালয়ের উপর অত্যধিক নির্ভরশীলতা কমাতে হবে।


সর্বশেষ সংবাদ