নাহিদ পেলেন তথ্যপ্রযুক্তি, আসিফ ক্রীড়া মন্ত্রণালয়

মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিজ নিজ মন্ত্রণালয় ভাগ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জুনায়েদ আহমেদ পলক।

আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শেখ হাসিনার শাসনামলে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 


সর্বশেষ সংবাদ