ঘটনার একদিন আগেই ছাত্রলীগ নেতার নাশকতার মামলা

২৯ জুলাই ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM
পুলিশের অবস্থান

পুলিশের অবস্থান © ফাইল ছবি

ঘটনার একদিন আগেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আসামি করে নাশকতা মামলা দায়ের করা হয়েছে। নওগাঁয় ছাত্রলীগ নেতার করা মামলার এজাহার থেকে এই তথ্য জানা গেছে। 

জানা গেছে, গত ১৮ জুলাই মান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

এজাহারে বলা হয়, ১৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে খুদিয়াডাঙ্গার কৃষ্ণচূড়া মোড় এলাকায় বিএনপি-জামায়াতের অজ্ঞাত ৮০-১০০ জন নেতাকর্মী মিলে মাসুদ রানা এবং তার সঙ্গে থাকা মান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রিপনকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে।

এতে আরও উল্লেখ করা হয়, মাসুদ ও রিপন প্রসাদপুর বাজারে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি 'শান্তি সমাবেশ' শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। হামলায় মাসুদের মোটরসাইকেলের লুকিং গ্লাস ও হেডলাইট ভেঙে প্রায় তিন হাজার টাকার ক্ষতিও হয়েছে।

সেই এজাহারের কপি নথিভুক্ত করে ১৮ জুলাই আদালতে পাঠায় মান্দা থানা পুলিশ। বিষয়টি জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজি বলেন, 'বিষয়টি টাইপিং মিসটেক। মামলার এজাহারে বাদী তারিখ ভুল করেছিল। পরে সংশোধন করে নতুন কপি নথিভুক্ত করা হলেও আদালতে ভুল কপিটাই চলে যায়। আদালতে সঙ্গে কথা বলে এটি সংশোধন করে দেওয়া হয়েছে।'

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬