কারফিউয়ের মধ্যেও সংঘর্ষ, দুই পুলিশসহ নিহত ১০

  © প্রতীকী ছবি

চলমান কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্য, শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুইজন গতকাল শুক্রবার আহত হয়েছিলেন। আজ শনিবার তাদের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, নিহতদের অধিকাংশই যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া বাড্ডা থেকেও অনেকেই আহত অবস্থায় ঢামেকে এসেছেন চিকিৎসা নিতে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঢামেকে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১০৩ জন। এদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন।

নিহত দুই পুলিশ সদস্য হলেন, উপপরিদর্শক (এএসআই) মুক্তাদির (৪৮)। তিনি যাত্রবাড়ির রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে তাকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই এলাকায় পুলিশের আরেক সদস্য গিয়াসউদ্দিন গতকাল সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এছাড়া আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ইমাম হাসান (১৯) যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিহত ইমামের বাবা পুলিশ কর্মকর্তা। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। ইমাম ছাড়াও ইউসুফ (৩৫), জাহাঙ্গীর (৪০), হাবিব (৪০), অজ্ঞাতনামা (২৫), অজ্ঞাতনামা (২৭), অজ্ঞাতনামা (২৭) ব্যক্তিরা যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া শেখ শাহরিয়ার (১৯) নামে এক মাদ্রাসাছাত্র গতকাল আজিমপুরে গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার মারা যান।


সর্বশেষ সংবাদ