আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন

জল্লাদ শাহজাহান ভূঁইয়া
জল্লাদ শাহজাহান ভূঁইয়া

আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ৬০ জনের ফাঁসি কার্যকর করেছেন। 

সোমবার (২৪ জুন) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ‘জল্লাদ’ শাহজাহানের বোন ফিরোজা বেগম।

শেরে বাংলা নগর থানার ওসি আহাদ আলী জানান, ভোরে বুকে ব্যথা নিয়ে সাভারের হেমায়েতপুর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে আনা হয় তাকে। পরে সকাল সাড়ে ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ