৪ সেতুতে ২৪ ঘণ্টায় ৯ কোটিরও বেশি টোল আদায়

টোল প্লাজা
টোল প্লাজা  © সংগৃহীত

ঈদযাত্রার শেষ দিন বুধবার (১০ এপ্রিল) ফাঁকা মহাসড়কে স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। তবে মঙ্গলবার (৯ এপ্রিল) বাড়ি ফেরা মানুষের চাপ ছিল বেশি। সেই চাপও পড়ে বিভিন্ন সেতুর টোল প্লাজায়। এদিন ঈদযাত্রায় বিভিন্ন সেতুতে টোল আদায়ও হয়েছে সবচেয়ে বেশি। খোঁজ নিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সেতু, মেঘনা সেতু, পদ্মা সেতু ও গোমতী সেতু দিয়ে সোমবার (৮ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার (৯ এপ্রিল) দিনগত রাত ১২টা পর্যন্ত ১ লাখ ৭২ হাজারেরও বেশি গাড়ি পারাপার হয়েছে। এতে ৯ কোটি ৮৫ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে।

বঙ্গবন্ধু সেতু
সোমবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ৪৭ হাজার ৭৫৫টি পরিবহন পারাপার হয়। এতে ৩ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকার টোল আদায় হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২৪টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকা।

মেঘনা সেতু
মেঘনা সেতুতেও মঙ্গলবার টোল আদায় সবচেয়ে বেশি ছিল। ২৪ ঘণ্টায় সেতু দিয়ে সর্বমোট ৫৯ হাজার ২১৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৫২৮টি যানবাহন চট্টগ্রাম রোডে প্রবেশ করেছে আর বাকি ২৭ হাজার ৬৮৬টি যানবাহন ঢাকায় প্রবেশ করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ১ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৫০১ টাকা।
 
পদ্মা সেতু
সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৪৫ হাজার ২০৪টি যানবাহন। এর মধ্যে সেতুর মাওয়া প্রান্ত হয়ে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন সেতু পাড়ি দেয়। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। যা একদিনে পদ্মা সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।
  
গোমতী সেতু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতুতেও যানবাহনের চাপ ছিল। গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ৩০ হাজারেরও বেশি। এতে টোল আদায় হয়েছে অর্ধকোটি টাকার বেশি।


সর্বশেষ সংবাদ