ঝড়ে ফয়েল পেপার পড়ল লাইনে, একঘণ্টা বন্ধ মেট্রো চলাচল

মেট্রোরেল
মেট্রোরেল  © ফাইল ফটো

ঝড়ো বাতাসের কারণে ফয়েল পেপার উড়ে এসে লাইনে পড়ায় প্রায় একঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। ফলে গন্তব্যে যেতে স্টেশনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। তবে অনেকে ভিন্ন মাধ্যমে ব্যবহার করে গন্তব্যে গিয়েছেন।

রোববার (৩১ মার্চ) সকালে সাড়ে ৭টার দিকে মেট্রোরেলের বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী কোনো এক জায়গায় এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৮টার দিকে আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, সকালে ঝড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পরে। এটি সরাতে মাত্র ৫ মিনিট সময় লাগলেও ওই সময় মেইনটেনেন্স টিম  না থাকায় এক ঘণ্টার মতো সময় লাগে।

যারা নিয়মিত মেট্রোরেলে চড়ে অফিসে যান, তাদের অনেকেই সমস্যার মধ্যে পড়েন। কেউ সিএসজি বা কেউ বাসে করে অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেন। কেউবা অপেক্ষা করেছেন। পরে সাড়ে ৮টার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলে মেট্রো ব্যবহার করে গন্তব্যে গিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ