টিফিনের টাকায় ইফতার বিতরণ করছে ক্ষুদে শিক্ষার্থীরা
- জেলা প্রতিনিধি, শরীয়তপুর
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৭:৫৬ AM , আপডেট: ১৩ মার্চ ২০২৪, ০৮:০৪ AM
শরীয়তপুরের ডামুড্যা বাজারে দেখা গেলো এক হৃদয়স্পর্শী দৃশ্য। ক্ষুদে শিশুদের নিজেদের টিফিনের টাকা থেকে জমানো টাকায় ইফতার বিতরণ করতে দেখা যায় বাজারের বিভিন্ন স্থানে। তাদের এমন মানবিক কাজ বেশ স্থানীয় এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের টিফিনের টাকার কিছু অংশ বাঁচিয়ে সেই টাকা দিয়ে শ্রমজীবী ও ভিক্ষুকদের মাঝে ইফতার বিতরণ করেছে।
শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ইফতারের আগে ডামুড্যা বাজারে প্রায় অর্ধশত শ্রমজীবী ও ভিক্ষুকদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেয়।
ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাদীন, রাইয়ান, সাফফাত ও আবিদ পরিকল্পনা করে নিজেদের টিফিনের টাকা জমিয়ে রমজানের প্রথম দিনেই দরিদ্র রিকশাচালক, অটোচালকসহ শ্রমজীবী মানুষ ও ভিক্ষুকদের জন্য ইফতারসামগ্রী বিতরণ করেন।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাদীন মাদবর বলেন, ভিক্ষুক ও রিকশাচালকরা টাকা দিয়ে ইফতার কিনে খেতে পারে না। তাই তাদের জন্য আমরা টিফিনের টাকা জমিয়ে ইফতার তৈরি করে নিয়ে এসেছি। তাদেরকে ইফতার দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে।
কুলকুড়ি খেজুর তলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আক্তার পারভেজ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এমন সুন্দর মানবিক আয়োজন আমাকে মুগ্ধ করেছে। তারা অতিমানবিকতার পরিচয় দিয়েছে। তারা বুঝিয়ে দিল, ভালো কাজের জন্য বয়স লাগে না। শুধু মন ও ইচ্ছে থাকলেই হয়।
ডামুড্যা পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এমন মানবিক কাজে আমি আবেগাপ্লুত। এদের মধ্যে থেকেই আগামীর নতুন মানবিক প্রজন্ম গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।