গণস্বাস্থ্য মেডিকেলে ভর্তি ১১০ জনের ছাত্রত্ব বহালই থাকছে

গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ভর্তি করা ১১০ জনের ছাত্রত্ব বহাল রেখেছেন আপিল বিভাগ
গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ভর্তি করা ১১০ জনের ছাত্রত্ব বহাল রেখেছেন আপিল বিভাগ  © ফাইল ছবি

২০২১-২০২২ শিক্ষাবর্ষে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ভর্তি করা ১১০ জনের ছাত্রত্ব বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে ৫০ আসনের জায়গায় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির করায় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

ছাত্রত্ব বহাল থাকায় ছাত্র-ছাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। জরিমানার এ টাকা খুলনা গণস্বাস্থ্য হাসপাতাল ও কিউনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। এটি দুটি দাতব্য প্রতিষ্ঠানে দান করতে করতে হবে। 

আরো পড়ুন: তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের আবেদনের সুযোগ আর একদিন

এর আগে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দেন হাইকোর্ট। ২০১০ সাল থেকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন করে ভর্তির অনুমতি ছিল। তবে ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হলে ৫০ জনের বেশি ভর্তি করা যাবে না সিদ্ধান্ত ছিল। এর বিরুদ্ধে আপিল করলে ১০ জন বাড়িয়ে ৬০ জন করে ভর্তির অনুমতি দেওয়া হয়েছিল। 


সর্বশেষ সংবাদ