কুমিল্লা সিটির উপনির্বাচনে মনোনয়নপত্র কিনলেন সাক্কু ও কায়সার

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছেন সাবেক দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নিজামউদ্দিন কায়সার। বুধবার (৩১ জানুয়ারি) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি নির্বাচনের তারিখ জানায় জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মেয়রের পদ শূন্য হয়। এই পরিস্থিতিতে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত জানিয়েছে। তাই আওয়ামী লীগের অন্তত ডজনখানেক নেতা মেয়র পদে লড়বেন বলে আভাস পাওয়া গেছে।


সর্বশেষ সংবাদ