ট্রেনের পর এবার রাজধানীতে বাসে আগুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১০:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। এর কিছুক্ষণ আগে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ নামক একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
আরও পড়ুন: পুড়ে ছাই বেনাপোল এক্সপ্রেসের ৪ বগি, ব্যাপক হতাহতের শঙ্কা
‘ডেমরার আমুলিয়া এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন লাগার কবর পাওয়া গেছে। এরপর ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে’—জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।