নির্বাচন বর্জনের আহ্বানে খিলগাঁয়ে আকরামুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:২৪ PM
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে “আওয়ামী লীগ প্রযোজিত মেরুদণ্ডহীন, নির্বাচন কমিশন পরিচালিত প্রহসনের ডামি নির্বাচন” উল্লেখ্য করে এটি বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর খিলগাঁও এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুর নেতৃত্বে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের নিয়ে বিএনপি ঘোষিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আকরামুল হাসান মিন্টু, তিনি বলেন, ‘২০১৮ সালের প্রহসনের রাতের ভোটের মাধ্যমে আওয়ামী ক্ষমতায় আসে। জনগণ ভোট দিতে পারেনি’। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানান তিনি।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ শোয়েব খন্দকার, আশরাফুর রহমান বাবু, ইশতিয়াক আহমেদ নাসির, সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম রানা, সাবেক মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, শরিফুল হাসান আরিফ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (ময়মনসিংহ বিভাগ), সাবেক ছাত্রনেতা ঢাকা কলেজ কামারুজ্জামান কচি, প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্য সচিব ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মো. সজীব রায়হান।
আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শ্যামল মালুম, যুগ্ম সম্পাদক আশিক রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, সহ-সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান সাইদুল পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, তিতুমীর কলেজ ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন ভূইয়া।
মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান চন্দন, পূর্ব থানা ছাত্রদল নেতা হিমেল। মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম সজীব। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাৎ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।