সাকিবের বিপক্ষে লড়বেন যে ছয় প্রার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৪৪ PM
মাগুরার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন প্রার্থী। এর মধ্যে মাগুরা-১ আসনে সাত জন ও মাগুরা-২ আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।
মাগুরা-১ আসন থেকে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে এই আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন সাকিব। একই দিন তার বিপক্ষে লড়তে ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সিরাজুল সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাকের পার্টির মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতাসিম বিল্লা, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঞ্জয় কুমার ভাদুড়ী।
মনোনয়নপত্র জমা দিয়ে সাকিব আল হাসান বলেন, ‘আমি আর শিখর ভাই মিলে সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে নাম্বার ওয়ান জেলা বানাতে চাই।’