মগবাজারে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

  © সংগৃহীত

বিএনপির ডাকা হরতাল কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজার মোড়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মগবাজার উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়। যেখানে ছোড়া হয়, তার পাশেই পুলিশ কর্তব্যরত অবস্থায় ছিল। তবে এতে কেউ আহত হয়নি।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি করে পুলিশ। কর্তব্যরত পুলিশ সদস্যরা হারুন নামের এত মোটরসাইকেল আরোহীকে আটক করে। এ সময় তাঁর ব্যাগ থেকে ৪৬টি ককটেল উদ্ধার করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence