রোহিঙ্গা ক্যাম্পে ফের সন্ত্রাসীদের হাতে হেড মাঝি খুন
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১১:২৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কুপিয়ে আতাউল্লাহ নামে সাবেক এক হেড মাঝিকে হত্যা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পালংখালীর ক্যাম্প-১৯ এর ব্লক-এ/৮-এ এই ঘটনা ঘটে।
নিহত আতাউল্লাহ ওই ক্যাম্পের এ/১ ব্লকের মৃত জালাল আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আরসা'র সদস্যরা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় সাবেক হেড মাঝি আতাউল্লাহ'কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে আশেপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, পুলিশের টিম উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
উল্লেখ্য, এর আগেও একাধিক ক্যাম্প নেতা, উপ-নেতা ও সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা ঘটেছে। মাদকসহ নানা অনৈতিক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটছে বলে দাবি রোহিঙ্গাদের।