বিক্রি শুরুর দেড় ঘণ্টায় ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট শেষ

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের প্রথম তিনদিনের টিকিট বিক্রি হয়ে গেছে
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের প্রথম তিনদিনের টিকিট বিক্রি হয়ে গেছে  © সংগৃহীত

ঢাকা-কক্সবাজার রেলপথে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর)। সকাল ৮টায় অনলাইনে নতুন ট্রেনের টিকিট ছাড়া হয়। এর মাত্র দেড় ঘণ্টার মধ্যেই প্রথম তিনদিনের টিকিট শেষ হয়ে গেছে।

জানা গেছে, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম স্টেশনের জন্য টিকিট বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১ ডিসেম্বর এ পথে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হচ্ছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত তিনদিনের টিকিট ছেড়েছে রেলওয়ে। তবে সাড়ে ৯টার দিকে রেলওয়ের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রাম স্টেশনের সব টিকিট বিক্রি শেষ হয়েছে।

সাধারণত যাত্রার ১০ দিন আগে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। তবে নতুন রুট ও আসনবিন্যাস নিয়ে জটিলতা থাকায় এ পথে যাতায়াতের টিকিট বিক্রি শুরু হয়েছে ৮ দিন আগে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী এ তথ্য জানিয়েছেন।

রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার এক্সপ্রেসে ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। চট্টগ্রামে পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। ২০ মিনিট যাত্রাবিরতি দিয়ে রাত ৪টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।

আরো পড়ুন: আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশের ১৮ শিক্ষার্থী

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে। এ ট্রেন চট্টগ্রামে আসবে বেলা ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ঢাকা থেকে কক্সবাজার শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ার ১ হাজার ৩২৫, এসি সিট ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া (ঘুমিয়ে যাওয়ার আসন) ২ হাজার ৩৮০ টাকা।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিট ৪৬৬ এবং এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence