বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার  © সংগৃহীত

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী ও এক পুরুষসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। এছাড়া বাসের ধাক্কায় প্রাইভেটকারটি টানেল টিউবের দেয়ালে আঁচড়ে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে টানেলের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে। বর্তমানে টানেলের ভেতর যানচলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

টানেলের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে টানেলের ভেতরে একটি বেপরোয়া বাস সামনের আরেকটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি টানেল টিউবের দেয়ালে আঁচড়ে পড়ে। প্রাইভেটকারটির সামনের ও পেছনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

ঘটনাস্থল থেকে বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্ঘটনার পরই পতেঙ্গা থেকে আনোয়ারামুখী টানেলে যানযট তৈরি হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি দ্রুত সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence