টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৬:০৪ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ০৬:০৬ PM
গাজীপুরে টেস্ট পরীক্ষায় ফেল করায় দশম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার ককরা হয়।
নিহত শিক্ষার্থীর নাম পার্থ সরকার (১৬)। সে উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা সাত্তারগেট এলাকার লিটন সরকারের ছেলে সে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের অনেক আগেই এসএসসির টেস্ট পরীক্ষা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।প্রস্তুতি ভালো না থাকায় এক বিষয়ে ফেল করে পার্থ। যার কারণে পরীক্ষার জন্য ফরম ফিলাপে নাকচ করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতের কোন এক সময় নিজ কক্ষেই ফ্যানের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে পার্থ।
এ বিষয়ে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের পরিচালক মো. সোহাগ রহমান বলেন, টেস্ট পরীক্ষায় ফেল করা ৩০ শিক্ষার্থীকে আমরা ফরম পূরণের সুযোগ দেইনি। তাদের পরিবারকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। হয়তো এই ছাত্রের পরিবার থেকে তাকে বকাঝকা করেছে, সে কারণেই সে আত্মহত্যা করেছে।