বিএনপি কার্যালয়ের সামনে আলামত সংগ্রহে সিআইডি

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’লেখা কর্ডন টানিয়েছে পুলিশ
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’লেখা কর্ডন টানিয়েছে পুলিশ  © সংগৃহীত

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে আলামত সংগ্রহ করছে ‍সিআইডির ক্রাইম সিন ইউনিট। কার্যালয়ের সামনে কর্ডন টেপ দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। সকাল ১০টার দিকে বেষ্টনী দেওয়া অংশে সিআইডি সদস্যদের বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করতে দেখা যায়। ফলে নেতাকর্মীরা কার্যালয়ে  প্রবেশ করতে পারছে না।

পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার গোলাম রুহানি বলেন, যেহেতু নয়াপল্টন ও আশপাশের এলাকায় অরাজকতা হয়েছে, তাই পুরো অঞ্চলটিকেই ‘ক্রাইম সিন অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘গতকাল এক হাজারেরও বেশি ককটেল ব্যবহার করে পুলিশের ওপর হামলা ও সহিংসতা হয়েছে বলে ধারণা করছি। সেই আলামতগুলো সিআইডি সংগ্রহ করছে।’

New Project (18)

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে আলামত সংগ্রহ করছেন সিআইডির সদস্যরা

এদিকে সকাল সাড়ে ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সকালে বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় যায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। পরে তাকে আটক করা হয়েছে বলে জানান শায়রুল।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

এদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সকাল থেকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা গেইট ভাঙ্গার চেষ্টা করছে করছে বলেও অভিযোগ করা হয়।

এর আগে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে প্রথমে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জামায়াতের পক্ষ থেকেও আলাদাভাবে হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence