‘দেশটা জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলা বিচারপতি সংবর্ধনা নেবেন না

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট  © ফাইল ছবি

জামিন শুনানির সময় ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্য করে আলোচনায় ছিলেন বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ। আজ রোববার (১৫ অক্টোবর) শেষ কর্মদিবস তার। সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে বিদায়ী বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।

তবে বিচারপতি মো. ইমদাদুল হক প্রশাসনকে জানিয়ে দিয়েছেন তিনি সংবর্ধনা নেবেন না। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে যে সংবর্ধনা দেওয়া হয়, তাও তিনি নিবেন না। অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

রোববার (১৫ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। গত ১০ অক্টোবর অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। একই সঙ্গে আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়।

আরো পড়ুন: হোলি আর্টিজানে জঙ্গি হামলায় হাইকোর্টের রায় ৩০ অক্টোবর

রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি এমদাদুল হক আজাদের বেঞ্চ। একপর্যায়ে বলেন, ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ পরে তাকে সতর্ক করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ মন্তব্যকে ‘অসাংবিধানিক ও অসৌজন্যমূলক’ এবং তার ‘শপথ ভঙ্গ হয়েছে’ বলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মন্তব্য করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!