ফোর্সের সাথে এক টেবিলে বসে খাবার খেলেন ডিএমপি কমিশনার

ফোর্সের সাথে এক টেবিলে বসে খাবার খাচ্ছেন ডিএমপি কমিশনার
ফোর্সের সাথে এক টেবিলে বসে খাবার খাচ্ছেন ডিএমপি কমিশনার   © ফেসবুক থেকে সংগৃহীত

ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করলেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান। শুক্রবার (৬ অক্টোবর) রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে ফোর্সের রান্নাঘর ও মেসসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় ডিএমপি কমিশনার নিজেই ফোর্সের সাথে এক টেবিলে বসে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেন।
 
গতকাল শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য ও ছবি পোস্ট করা হয়। 

ডিএমপির ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়,একজন সৃজনশীল আর ব্যতিক্রমী কর্মদ্যোগের মানুষ হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন। যিনি আজ নতুন ইতিহাস সৃষ্টি করলেন, রাজারবাগ পুলিশ লাইন ৬ নং মেসে ফোর্সের সঙ্গে একই টেবিলে দুপুরের খাবার খেলেন, যা পূর্বে কখনো দেখা যায়নি।

আরও পড়ুন: প্রযুক্তিকে আমরা বশ করব: শিক্ষামন্ত্রী

এসময় তিনি ফোর্সের খাবারের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। ডিএমপি কমিশনারের এমন উদ্যোগ্যের জন্য ফোর্সরাও কমিশনারকে সাধুবাদ জানান।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা সহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ