নেত্রকোনায় তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু 

কর্মশালায় অংশগ্রহণকারী শিশুরা
কর্মশালায় অংশগ্রহণকারী শিশুরা  © টিডিসি ফটো

নেত্রকোনায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা। ইউনিসেফের অংশীদারিত্বে হ্যালোডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের রাজুরবাজার এলাকায় লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে (আইএলএসটি) কর্মশালাটির উদ্বোধন করেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জ্যেষ্ঠ সাংবাদিক হাবিবুর রহমান। 

হ্যালোডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা তত্বাবধায়ক লাভলু পাল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হ্যালোডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জুনিয়র সহসম্পাদক সাদিক ইভান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন, হ্যালোডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফের প্রশিক্ষকেরা। এ কর্মশালায় ২০ জন শিশু অংশ নেয়।


সর্বশেষ সংবাদ