ডেঙ্গুতে চলতি মাসের প্রথম দুই সপ্তাহে রেকর্ড মৃত্যু

  © সংগৃহীত

ডেঙ্গুতে সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে যে পরিমান মৃত্যু হয়েছে, তা আগের যে কোন মাসের প্রথম দুই সপ্তাহকে ছাড়িয়ে গেছে। এ মাসে গড়ে প্রতিদিন ১৩ জনের মৃত্যু হয়েছে। আগের কোনো মাসে গড়ে প্রতিদিন এত মৃত্যু হয়নি। এ নিয়ে এ বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৭৮ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে পাঁচজন মারা গেছেন। 
এ সময়ের মধ্যে নতুন করে আরো ২ হাজার ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে ১৮৫ জনের যা গত আগস্ট মাসের প্রথম দুই সপ্তাহের তুলনায় ১০ জন বেশি।  

এর আগে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর—২৮১ জন। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।


সর্বশেষ সংবাদ