বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবিতে ৩০ জেলে নিখোঁজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১২:০১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০৬ PM
কক্সবাজার জেলার কুতুবদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে অন্তত ১০টি মাছ ধরার ট্রলারডুবি হয়েছে। এ ঘটনায় ৩০ জন জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (২ আগস্ট) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তীরে ফেরা জেলেরা জানিয়েছেন, বুধবার ভোরে সাগরে মাছ ধরার জন্য সাগরে যায় তারা। এ সময় তীব্র বাতাসের কবলে পড়ে মাছ ধরার ট্রলার। আবহাওয়া প্রতিকূল হওয়ায় তীরে ফিরতে শুরু করে জেলেরা।
কিন্তু কুতুবদিয়ার পশ্চিমে সকাল ৮টা থেকে ৯টায় হঠাৎ উত্তাল ঢেউয়ে অন্তত ১০টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ডুবে যাওয়া ট্রলারের কিছু জেলেরা অন্যান্য নৌযানে করে তীরে ফিরেন। বাকি ৩০ প্রবল স্রেতে হারিয়ে যান।
লঘুচাপের কারনে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।