নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র শরিফের
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৯:১২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ভোলার চরফ্যাশনে স্কুলছাত্র নিখোঁজের ৫ দিন পরও সন্ধান পায়নি পরিবার। এতে উৎকন্ঠায় দিন পার করছে পরিবারের লোকজন। ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সহযোগীতা চেয়েছে পরিবার।
নিখোঁজ মো. শরিফ (১৩) চরফ্যাশন উপজেলার দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। সে নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.মোতাহার হোসেনের ছেলে। ছেলের সন্ধান চেয়ে দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরী করেছেন মো.মোতাহার হোসেন।
মোতাহার হোসেন জানান, দুই সন্তানের মধ্যে বড়ো শরিফ এবং তার ছোট কন্যা মারা গেছে। একমাত্র ছেলেকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়ীতে থাকেন। রোববার (২ জুলাই) যোহরের নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে বাড়ীর সামনে রাস্তায় হাটতে বের হয়। তারপর থেকে শরিফ আর বাড়ীতে ফিরেনি। আত্নীয়স্বজনের বাড়ীতে খোঁজাখুজির পর বুধবার (৫ জুলাই) ছেলের সন্ধান চেয়ে দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরী করেছেন তিনি।
তিনি আরও জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন উৎকন্ঠায় দিন পার করছে। ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সহযোগীতা চান তিনি।
এ বিষয়ে দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক কামাল জানান, এ ঘটনায় দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।