সিলেটে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ জুন ২০২৩, ০৪:০৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
আরিফুল ইসলাম বাবু

আরিফুল ইসলাম বাবু © সংগৃহীত

সিলেটের তালতলা এলাকার সুরমা টাওয়ার থেকে বৃহস্পতিবার রাতে আরিফুল ইসলাম বাবু (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিলেট এসওএস শিশুপল্লী সেন্টারে বেড়ে ওঠা আরিফুল কারিগরী বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

এসওএস শিশুপল্লী সেন্টারের প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী জানান, আরিফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামে। সে ২০১১ সাল থেকে সিলেট এসওএস শিশুপল্লী সেন্টারে থাকত। সেখানে তার এক বড় বোনও রয়েছে।

আরিফুল এবার কারিগরী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাই সুরমা টাওয়ারের একটি রুমে তারা কয়েকজন বাস করছিল।

জানা যায়, ঈদের দিন রুমমেটরা বাইরে ছিল। বিকাল থেকেই আরিফুলের রুম বন্ধ ছিল। পরে রাত ১০টার দিকে রুমমেটরা ফিরে দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে মার্কেটের সিকিউরিটির সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। তখন আরিফুলকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী এ বিষয়ে বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে করেছে তা এখনও জানা যায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এছাড়াও তিনি জানান, আরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬