২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে যত টাকা টোল আদায় হলো

পদ্মা সেতুতে যান পারাপার
পদ্মা সেতুতে যান পারাপার  © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু থেকে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। এ সময় সেতুতে ৩০ হাজারের বেশি যানবাহন পারাপার করেছে।

মঙ্গলবার (২৭ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী। 

নির্বাহী প্রকৌশলী বলেন, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৯৮টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। 

জানা গেছে, উদ্বোধনের পর থেকে গত সোমবার পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৮০৫ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ৫৫০ টাকা। এ সময়ের মধ্যে যান পারাপার হয়েছে ৫৭ লাখ ২৮ হাজার ৬৫১টি। 

সৈয়দ রজ্জব আলী আরও জানান, ঈদ যাত্রায় মোটরসাইকেল পারাপারের জন্য উভয় পারেই দুটি করে চারটি লেন রয়েছে। সার্ভিস লেনে বাইক চলাচল করায় এবং টোল আদায়ে অতিরিক্ত টোল বুথ করায় অন্য যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না। সেতুতে সব যানবাহন স্বাচ্ছন্দে চলাচল করছে।


সর্বশেষ সংবাদ