পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে ৭ জনের লাশ উদ্ধার

দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স
দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স  © সংগৃহীত

ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আগুনে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও দুজন শিশু রয়েছে। এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ওই অ্যাম্বুলেন্সে আগুন ধরে হতাহতের এই ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম। তিনি বলেন, মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় এসে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়ির সামনে অংশটি ফ্লাইওভারের রেলিং এ গিয়ে আঘাত লাগে। এর ফলে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা সব যাত্রী মারা গেছেন।


সর্বশেষ সংবাদ