আটকের দুই ঘণ্টা পর জামায়াতের চার নেতাকে ছেড়ে দিল পুলিশ

  © ফাইল ছবি

কর্মসূচির অনুমতি নিতে ডিএমপিতে যাওয়া জামায়াতের চার নেতাকে আটকের দুই ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (২৯ মে) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব কুমার সরকার জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করার পর আবেদন রেখে ওই চারজনকে ৬টার দিকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জামায়াতের বিভিন্ন নেতার নামে নানা মামলা রয়েছে। যারা এসেছিলেন, তারা কোনও মামলার আসামি কি না, তাদের বিরুদ্ধে কোনও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা যাচাই করতে কিছুটা সময় লেগেছিল। পরে তাদের আবেদন রেখে দেওয়া হয়। এরপর তারা চলে যান।

এর আগে, আগামী ৫ জুন ঢাকায় বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। তার অনুমতি চেয়ে চিঠি দিতে গিয়ে পুলিশ কার্যালয়ে দুই ঘণ্টা আটক ছিলেন দলটির চারজন আইনজীবী। তাদের আটকে রাখা হয়েছিল বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। 

তবে পুলিশে জানান, আবেদন গ্রহণের আগে তাদের পরিচয় যাচাই করা হয়েছিল। জামায়াতের চিঠি নিয়ে সোমবার বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যান সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান, গোলাম রহমান ভুইয়া, আব্দুল বাতেন ও জালাল উদ্দীন ভুইয়া।


সর্বশেষ সংবাদ