উপকূলে ঘূর্ণিঝড় ‘মোখা’, এক ক্লিকে দেখুন অবস্থান

ঊপকূলে পৌঁছেছে ঘূর্ণিঝড় ‘মোখা’
ঊপকূলে পৌঁছেছে ঘূর্ণিঝড় ‘মোখা’  © ইন্টারনেট

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিন দ্বীপে ঝোড়ো হাওয়া জোরালো হচ্ছে। রোববার (১৪ মে) সকালে দ্বীপটিতে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। ইতিমধ্যে উপকূলের কাছাকাছি পৌঁছেছে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ।

ঘূর্ণিঝরের অবস্থান দেখতে এখানে ক্লিক করুন।

সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মধ্যরাত থেকে হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে দমকা হাওয়া বইছে, বৃষ্টিও বেড়েছে। সাগর উত্তাল রয়েছে, জোয়ারের পানি বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বেড়ে যাচ্ছে। কক্সবাজার শহর, সেন্ট মার্টিন, টেকনাফ, টেকনাফ ভোলার মনপুরা, চরফ্যাশন, বিভিন্ন দ্বীপ ও চরাঞ্চলে বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কক্সবাজার ও চট্টগ্রাম এবং এর কাছাকাছি দ্বীপ ও চরের নিম্নাঞ্চল ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এ নিয়ে উৎকণ্ঠায় সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা।


সর্বশেষ সংবাদ