ফের বাড়লো সয়াবিন তেলের দাম, কার্যকর আজ থেকেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মে ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। যার নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। তেলের এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৪ মে) থেকেই এ মূল্য কার্যকর হবে। ভোজ্যতেল উৎপাদক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা।
আরও পড়ুন: আজ থেকে বাজারে পাওয়া যাবে রাজশাহীর আম
নতুন মূল্য অনুযায়ী খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা, পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।