‘পুলিশের অবিচারের’ প্রতিবাদে গায়ে আগুন লাগিয়ে তিউনিসিয়ার ফুটবলারের আত্মহত্যা

নিজার ইসাউই
নিজার ইসাউই  © সংগৃহীত

সপ্তাহের শুরুতে "পুলিশের অবিচারের" প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যাচেষ্টার পর মারা গেছেন তিউনিসিয়ার সাবেক ফুটবল খেলোয়াড় নিজার ইসাউই। শুক্রবার (১৪ এপ্রিল) তিনি মারা যান বলে জানিয়েছে তার পরিবার। খবর রয়টার্স

রয়টার্স জানায়, ইসসাউই, টপ-ফ্লাইট সাইড ইউএস মোনাস্তিরের একজন প্রাক্তন খেলোয়াড় এবং চার সন্তানের পিতা, ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে তার প্রতিবাদের কারণ হল মধ্য তিউনিসিয়ার হাফৌজ, কাইরুয়ানে সন্ত্রাসবাদের জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তিউনিসিয়ার মধ্যাঞ্চলের প্রদেশ কাইরাউনের হাফৌজ গ্রামের এ ঘটনায়, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গায়ে আগুন দেন ইসাউয়ি। প্রতি কেজি কলা ১০ দিনারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ টাকা) কমে কিনতে পারেননি ইসাউয়ি। সেই অঞ্চলের পুলিশ কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানোর পর পুলিশই উল্টো তাঁকে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের জন্য অভিযুক্ত করে। এএফপি জানিয়েছে, কলার দাম দ্বিগুণ করেছে তিউনিসিয়া সরকার।

আরও পড়ুন: গাজীপুরে নৌকা পেলেন ঢাবির আইন বিভাগের সাবেক ছাত্র আজমত উল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসাউয়ির একটি ভিডিও সেলফি ছড়িয়ে পড়েছে। ইসাউয়ি সেখানে চিৎকার করে বলেছেন, ‘১০ দিনারে কলা বিক্রি করছে, এমন কারও সঙ্গে বাদানুবাদের পর পুলিশ স্টেশন আমাকে সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত করেছে। হ্যাঁ, কলা নিয়ে অভিযোগের জন্য এটা বলা হয়েছে।’ 

এএফপি জানিয়েছে, গত সপ্তাহের শুরুতে গায়ে আগুন দেন ইসাউয়ি। স্থানীয় কাইরাউন অঞ্চলের হাসপাতাল থেকে তাঁকে তিউনিসিয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি বলে এএফপিকে জানিয়েছেন ইসাউয়ির ভাই রিয়াদ, ‘সে গতকাল (বৃহস্পতিবার) মারা গেছে। আজ (শুক্রবার) সমাহিত করা হবে।’ 

এদিকে ইসাউইয়ের মৃত্যুতে তার নিজ শহর হাফৌজে পুলিশ ও বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, পুলিশ সদর দফতরের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গ্যাস ছুড়েছে। এছাড়া তার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছে তার পরিবারও।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence