নিউ সুপার মার্কেটে আগুন
‘আমাদের সব স্বপ্ন আগুনে পুড়ে শেষ’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ১০:৩৪ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৩, ১০:৫৩ AM
রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। `আমার সব আগুনে পুড়ে শেষ। সব শেষ হয়ে গেল রে। অাল্লাহ আমার কিছুই রইল না। এখন পরিবার পরিজন নিয়া কেমনে চলমু।` ঢাকা নিউ সুপার মার্কেটের সামনে হাঁটু জল। পানির মধ্যে দাঁড়িয়ে এসব কথা বলতে বলতে বিলাপ করে কাঁদছেন মো. মইনুল হোসেন।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। নিউ সুপার মার্কেটের ৩২৫ নাম্বার মালিক তিনি। জাক্কাস ফ্যশনের নামের দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল বলে জানান মঈনুল।
মঈনুল বলেন, আমার বাসা মিরপুর। আগুন লাগছে, খবর পাইয়া ছুটে এসে দেখি পুরা মার্কেটে ধোঁয়া আর ধোঁয়া। আমার সব শেষরে ভাই। সব আগুনে পুড়ে যাচ্ছে।
মইনুলের মূলত পাজ্ঞাবীর দোকান। তিনি বলেন, ঈদের জন্য অনেক পাঞ্জাবী তুলেছি। কিছু বিক্রি করেছি। সব মিলিয়ে ৩০ লাখ টাকার মালামাল হবে। সবতো এখন আগুনে পুড়ে যাচ্ছে।
অনেকেই শুরতে ঝুঁকি নিয়ে মালামাল বের করতে পারলেও আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আর কেউ বের করতে পারছেন না। ব্যবসায়ীরা চোখের সামনেই আগুনে পুড়তে দেখছেন তাদের স্বপ্ন।
জানা গেছে, মার্কেটটিতে কাপড়ের দোকান ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।
এদিকে, প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।