রেকর্ড দামে বঙ্গবাজারের পোড়া শাড়ি কিনেছে সুলতান’স ডাইন

রেকর্ড দামে বঙ্গবাজারের পোড়া শাড়ি কিনেছে সুলতান’স ডাইন
রেকর্ড দামে বঙ্গবাজারের পোড়া শাড়ি কিনেছে সুলতান’স ডাইন  © সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের আগুনে দোকান ও গোডাউন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ হাজার ব্যবসায়ী। এই বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়াতে সামাজিক বিভিন্ন কাজে প্রশংসিত বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়েছে ভিন্ন উদ্যোগ। ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে পোড়া কাপড় কেনার তথ্য জানিয়েছিল সংস্থাটি। সে আহ্বানে সাড়া দিয়ে রেকর্ড দামে তাদের সংগ্রহ করা বঙ্গবাজারের একটি শাড়ি ক্রয় করেছে সুলতান’স ডাইন; তারা শাড়িটির দাম দিয়েছে দুই লাখ টাকা। 

শুক্রবার (৭ এপ্রিল) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিদ্যানন্দ। তাতে লিখা হয়েছে, ‘দুই লাখ টাকার শাড়ি; সোনা রূপা নয়, পোড়া কয়লার দাগ আছে এই কাপড়ে। আগুন নেভানোর পানিতে এখনো ভিজে আছে কাপড়টি, রয়ে গেছে অনেক ময়লা আর ছাই। রেকর্ড দামে বিদ্যানন্দ থেকে এই কাপড়টি এই উদ্যোক্তা কিনেছেন বঙ্গবাজারের ভুক্তভোগী ব্যবসায়ী এবং কর্মচারীর জন্য।’

‘অনেক ত্যাগ এবং কষ্টে ব্যবসা দাঁড়ায়, স্বপ্নটা নষ্ট হলে মনটাই ভেঙ্গে যায়। নিজেই এই প্রসেসে গেছি বলে অন্যের পাশে দাঁড়ানো দরকার বলে মনে করি—যুক্ত করেছে বিদ্যানন্দ।

এর আগে, গত মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যানন্দ জানিয়েছে, ‘আগুনে দাগ লেগে যাওয়া একটা কাপড় কি আপনার ঈদের বাজেট থেকে কিনতে চাইবেন? একটু দাগ না হয় থাকছে কাপড়ে, কিন্তু একটা সংসারের কষ্টের দাগ তো মুছবে! বিদ্যানন্দ বিক্রয়ের অনুপযোগী কিন্তু পরার উপযোগী কাপড়গুলো কিনে নিতে চায় বিনামূল্যে বিতরণের জন্য। পরিবেশগত কারণে এগুলোর ব্যবহার নিশ্চিত চাই।’

বিদ্যানন্দ আরও জানিয়েছে, ‘লাখ টাকায় পোড়া কাপড় কিনতে চেয়েছেন এক শুভাকাঙ্ক্ষী। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা কল দিচ্ছেন পোড়া কাপড় কিনতে। বিদেশ থেকে প্রবাসীরাও ঈদের পোশাকে রাখতে চান ঝলসে যাওয়া একটা কাপড়। উপহাসের জন্য হয়তো পরতে পারবো না বেশিদিন, তবে আলমিরাতে অনেক যত্ন করে রেখে দিবো স্মৃতি হিসেবে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence