চাঁপাইনবাবগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণের পর
ককটেল বিস্ফোরণের পর  © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ওদুদ বিশ্বাসের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ভোট গ্রহণ শুরুর পর স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় একজন বহিরাগতকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বললে দুই প্রার্থীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় আওয়ামী লীগ নেতা আবদুল হাকিমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী লিটনের হাতাহাতি হয়। দুপক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ সময় মাঠে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ দল এসে ককটেলটি উদ্ধার করে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম জানান, হঠাৎ করেই দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পরিবেশ নিয়ন্ত্রণে আসে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence